এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ –পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের বৈধ কোন কাগজপত্র না থাকার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী উজেলার ৫টি ইট ভাটা মালিককে পৃথকভাবে ১১লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । গত কাল মঙ্গলবার অভিযান চালিয়ে ওই জরিমানা করেন জেলা প্রশাসক দপ্তরে ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক।
ভাটা গুলো হচ্ছে ফুলবাড়ী সদরে মেসার্স জে,এম ব্রিকস্ এর এক লক্ষ টাকা, খড়িবাড়ীর এম এ ব্রিকস্ দুই লক্ষ পঞ্চশ হাজার, আজোয়াটারীর এ বি ব্রিকস্ এক লক্ষ পঞ্চশ হাজার , গংগার হাট সংলগ্ন ডাব্লু এইচ ব্রিকস্ কে তিন লাখ, শিমুলবাড়ীর জে এম এস ব্রিকস্ কে তিন লাখ টাকা জরিমানা করা হয় । এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত জানিয়েছেন।