এইচ এম বাবুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনা বেগম (অনন্যা) কে সোমবার (৫ অক্টোবর) তার কর্মস্থলে ফুল দিয়ে বরণ করা হয়।
নাগেশ্বরী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম (অনন্যা) গত ২৫ আগষ্ট কোভিড-১৯ টেষ্ট রিপোর্ট এ পজেটিভ হয়েছিলেন।দীর্ঘদিন অসুস্থ থাকার পর পরপর দু’দফায় তার কোভিড-১৯ টেষ্ট রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।
আজ তিনি করোনা জয়ী হয়ে তার কর্মস্থলে আগমন করেন। তাকে বরন করে নেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোস্তফাজামান, জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, প্রেস ক্লাব নাগেশ্বরী র সভাপতি ও শিশু বতান নাগেশ্বরীর অধ্যক্ষ লিটন চৌধুরী,সমাজ সেবক মঈনুল ইসলাম লাল সহ উপজেলা পরিষদ অফিসের সকল কর্মচারী বৃন্দ।
এ সময় ভাইস চেয়ারম্যান তার করোনা জয়ের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন।তিনি বলেন করোনা কে ভয় নয় জয় করার জন্য দরকার সচেতনা ও স্বাস্থ্যবিধি মেনে চলা।সচেতনতা ও নিয়মনীতি মেনে চললেই করোনা কে জয় করা যায়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফাজামান ভাইস চেয়ারম্যান আমিনা বেগমের সুস্থতা ও কর্ম স্থলে ফিরে আসাকে স্বাগত জানান ও আবারও জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।