এইচ এম বাবুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ– কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় চালু হয়েছে বাংলাদেশের পুলিশের নতুন সিরিজ মোবাইল নাম্বার। ১ লা অক্টোবর ২০২০ ইং জেলা পুলিশ কুড়িগ্রাম ১১ টি থানা সহ সকল বিট পুলিশিং সার্ভিস এ একসাথে নতুন নাম্বারগুলো চালু করা হয়েছে । এখন থেকে পুলিশি সেবা গ্রহন ও অপরাধ বিষয়ক তথ্য প্রদানে নতুন মোবাইল নাম্বারগুলোতে কল করার আহবান জানিয়েছেন উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।
ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কাজ করছে উলিপুর থানা পুলিশ। তিনি আরও বলেন বিট পুলিশিং সার্ভিস বিট কর্মকর্তাদের মাধ্যমে জনগনের কাছে দ্রুত পৌছে যাবে। নিম্নে নতুন সিরিজের নাম্বারগুলো যথাক্রমেঃ
উলিপুর থানা, কুড়িগ্রাম –
(১) অফিসার ইনচার্জ- ০১৩২০-১৩৩৫১৬
(২)পুলিশ পরিদর্শক তদন্ত-০১৩২০-১৩৩৫১৭
(৩) উলিপুর থানা ডিউটি অফিসার- ০১৩২০-১৩৩৫২১
(৪) সাহেবের আলগা, নামাজের চর পুলিশ তদন্ড কেন্দ্র (ফাড়ি) ইনচার্জ – এস আই তাজিরুল ইসলাম -০১৩২০-১৩৩৫২২
উলিপুর থানার বিট পুলিশ অফিসারদের নাম্বার-
(১)বিট নং-১ এস আই রাসেল মাহমুদ , থেতরাই ইউনিয়ন – ০১৩২০-১৩৩৫২৩
(২ বিট নং-২ )এ এস আই লুলু মিয়া, দলদলিয়া ইউনিয়ন – ০১৩২০-১৩৩৫২৪
(৩)বিট নং-৩, এস আই মোঃ মশিউর রহমান, দূর্গাপুর ইউনিয়ন -০১৩২০-১৩৩৫২৫
(৪) বিট নং- ৪, এস আই আনিছুর রহমান , পান্ডুল ইউনিয়ন -০১৩২০-১৩৩৫২৬
(৫)বিট নং- ৫ এস আই হারিছুর রহমান, উলিপুর পৌরসভা – ০১৩২০-১৩৩৫২৭
(৬) বিট নং- ৬ , এস আই মিজানুর রহমান ,বুড়াবুড়ি ইউনিয়ন – ০১৩২০-১৩৩৫২৮
(৭ ) বিট নং -৭, এ এস আই সোহাগ পারভেজ, ধরনীবাড়ী ইউনিয়ন -০১৩২০-১৩৩৫২৯
(৮) বিট নং- ৮, এস আই জয়নাল আবেদীন, ধামশ্রেণী ইউনিয়ন -০১৩২০-১৩৩৫৩০
(৯) বিট নং-৯, এস আই মামুনুর রশীদ, গুনাইগাছ ইউনিয়ন -০১৩২০-১৩৩৫৩১
(১০) বিট নং-১০, এস আই আতিকুর রহমান, বজড়া ইউনিয়ন- ০১৩২০-১৩৩৫৩২
(১১) বিট নং- ১১, এস আই মশিউর রহমান -২, তবকপুর ইউনিয়ন – ০১৩২০-১৩৩৫৩৩
(১২) বিট নং- ১২, এএসআই সনচয় কুমার, হাতিয়া ইউনিয়ন -০১৩২০-১৩৩৫৩৪
(১৩) বিট নং- ১৩, এস আই আঃ লতিফ, বেগমগন্জ ইউনিয়ন – ০১৩২০-১৩৩৫৩৫
(১৪) বিট নং-১৪, এস আই তাজিরুল, সাহেবের আলগা ইউনিয়ন – ০১৩২০-১৩৩৫৩৬
(১৫) নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধি ডেস্ক- এএসআই আসমা- উল- হুসনা, উলিপুর থানা – ০১৩২০-১৩৩৫৩৭
জেলা পুলিশ কুড়িগ্রাম ইতিমধ্যে বিট পুলিশিং কার্যক্রম ব্যবস্থা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র সুদক্ষ নেতৃত্বে জেলার ১১ টি থানায় সকল প্রস্তুতি সম্পন্ন করে এ সেবা জনগনের কাছে পৌঁছে দিয়ে প্রশংসা পাচ্ছে।