মোঃ জোসেপ আলী চৌধুরী মৌলভীবাজারঃ
পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ০৭ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে এসআই(নিরস্ত্র) আনোয়ার মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ০৭নং কুলাউড়া ইউপির অন্তর্গত গাজীপুর চা বাগানস্থ গগনটিলা গেইট এর সম্মুখে কুলাউড়া টু ফুলতলা বাজারগামী পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী সজীব ব্যনার্জী দূর্গা চরন (২২), পিতা-কার্ত্তিক ব্যনার্জী, সাং-ফুলতলা চা বাগান, ইউপি-ফুলতলা, থানা-জুড়ি, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হইতে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার, জব্দতালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০৮, তারিখ: ০৮/০২/২০২৩ খ্রিঃ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে থানা পুলিশ।