সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ আজকে জয়পুরহাটে সবচেয়ে বড় পশুর হাটটি বসেছিল জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরীতে। গরু নিয়ে বিভিন্ন জায়গা থেকে এখানে হাজার হাজার মানুষের আগমন ঘটলেও কোনো সামাজিক দুরত্ব মানছেন না কেউই। তবে নিরাপত্তার জন্য মাস্ক পরিধান করলেও অনেকে সেটাতেও অনিহা প্রকাশ করেছেন প্রচন্ড গরমের কারণে। গোটা হাট ঘুরে এমনটাই দেখা গিয়েছে। বিশাল বড় এই সিমেন্ট ফ্যাক্টরীতে সামাজিক দুরত্ব মেনে সবাই নিজ নিজ গরু ছাগল নিয়ে দাড়ালেও জায়গা শেষ হতো না। অন্য পাশের বিশাল মাঠটিও ফাঁকা ছিল। তবুও চাপাচাপি করে একপাশেই মানুষের ব্যপক ভীড় ছিল লক্ষনীয় (ইনসেটে দেখুন)। আজকে এই হাটে সবচেয়ে বড় দুটি গরু ৫ লক্ষ ২০ হাজার দামে বিক্রি হয়েছে। (ইনসেটে)। এখানে ক্রেতারা বলছেন, হাজার হাজার গরু হাটে উঠলেও আজকে গরুর বাজার দাম খুবই চড়া। অন্যদিকে বিক্রেতারা বলছেন, আজকে এখানের বাজারে গরুর দাম অনেক কম। দাম কষাকষি নিয়ে কোথাও কোথাও বিশৃঙ্খলাও দেখা গেছে। এখানে আগামীকাল ১৮ জুলাই এবং ১৯ জুলাইও কুরবানির হাট বসবে বলে জানা গেছে।