জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আলম মিয়া (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যার।
শুক্রবার সকালে ফুলবাড়ী থানার পুলিশ ওই ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধা ৬ টায় ভেল্লিরতল এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে টহলরত অনন্তপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২ টায় অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পার্সপোর্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।