এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ–
২৬ জানুয়ারি বুধবার কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রেসক্লাব মাঠে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বুধবার বিকাল ৩টায় প্রেসক্লাব মাঠে দুই শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আবদুল হাই সরকার, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব, প্রথম আলোর প্রতিনিধি শফি খান, সহ-সভাপতি রেজাউল করিম,জনকন্ঠের রাজু মোস্তাফিজ,যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান টিউটর,এবি সিদ্দিক,আঃ ওয়াহেদ,ফজলে এলাহী স্বপন, গোলাম মাসুদ, একরামুল হক সম্রাট, এম আর রন্জু,জাহিদ হাসান, নাজমুল হোসেন ও শাহীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply