এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রাম পৌরসভার তিনটি ওয়ার্ডে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আশঙ্কা জনক ভাবে বেড়েই চলছে করোনাভাইরাস।
অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ মঙ্গলবার বিকেল ৫ টা থেকে পরবর্তী ৭ দিনকুদড়িগ্রাম সদর পৌরসভার লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত ২ নং ওয়ার্ডের পাড়া সমুহ:-খানপাড়া, ওয়াতিপাড়া, ডিপুপাড়া, নয়াগ্রাম, পুরাতন পোষ্ট অফিস পাড়া, পুরাতন হাসপাতালপাড়া, মরাকাটা, মাঝিপাড়া, মোলস্নাপাড়া, মুন্সিপাড়া (পূর্ব), হোসেন খাঁ পাড়া । ৩ নং ওয়ার্ডের পাড়া সমূহ:-ঈদগাহ পাড়া, গোরস্থান পাড়া, ঘোষপাড়া, চৌধুরীপাড়া (মধ্য) জিয়া বাজার, ট্রেজারীপাড়া, পুরাতন থানাপাড়া, পুরাতন বাজার, পুরাতন পশুহাসপাতাল পাড়া, বৈশ্যপাড়া, ব্যাপারী পাড়া (মধ্য) মিস্ত্রিপাড়া (উত্তর) সবুজপাড়া। ৭ নং ওয়ার্ডের পাড়া সমূহ:- উত্তর কামারপাড়া, কলেজপাড়া, করিমের খামার, তাতীঁপাড়া, দ কামারপাড়া, পাইকপাড়া, পূর্ব মুন্সিপাড়া, বি,ডিআর ক্যাম্পাস, হাসপাতাল ক্যাম্পাস, হাসপাতাল পাড়া।