এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৩০ জানুয়ারি সোমবার কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী সানোয়ার কে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল জেলা সদরের ত্রিমোহনী এলাকা থেকেবিশেষ পোশাকের ভিতরে ফিটিং করা মোট ৯৪ বোতল ফেন্সিডিল নিয়ে রজারহাটের ছিনাই এলাকার কুখ্যাত মাদক কারবারি সানোয়ার হোসেন (৩৫) ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় বডিতে ফিটিং করা ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, মাদক কারবারি চতুরতার সাথে বিশেষ পোশাক তৈরি করে তার ভেতর ফেন্সিডিল ফিটিং করে ঢাকায় পরিবহনের চেষ্টা করেছিলো যা পরবর্তীতে ডিবি কুড়িগ্রামের আটক করে।। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।