জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ কেজি গাঁজা ও ২টি মোটরসাইকেল জব্দসহ ১জনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
১৩ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার আছিয়ার বাজার এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
৬ কেজি ৬৭ গ্রাম গাঁজা ও ২ টি মোটরসাইকেল জব্দ করে। এসময় মোঃ শাহীন আলম(১৯) কে আটক করে পুলিশ।
আটককৃত চোরাকারবারি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামের ফরজ আলীর ছেলে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি তদন্ত সরোয়ার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত চোরাকারবারীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।