এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রাম সদর উপজেলায় ৪ হাজার দুস্থ পরিবারের মাঝে জন প্রতি ৫০০ টাকা করে মানবিক সহায়তা ( জিআর ক্যাশ) প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে মানবিক সহায়তা ( জিআর ক্যাশ) প্রদান করা হয়।
কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ৮ ইউনিয়নে ৪ হাজার দুস্থ প্রতি পরিবারের মাঝে ৫০০ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে (জিআর ক্যাশ) বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত আসনের সদস্যগণ।