জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”র আওতায় কুড়িগ্রাম সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কেন শব্দদূষণকে গুরুত্ব দেয়া উচিত, শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, কারণ ও নিয়ন্ত্রণে করণীয় কি এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর উল্লেখযোগ্য বিষয়সমূহ প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। এতে অত্র কলেজের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শব্দ দূষণের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১২ (ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আয়োজনে কুড়িগ্রাম এই শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বক্তারা শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও শব্দদূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে উক্ত সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট (বক্ষব্যাধি মেডিসিন) ডাঃ মোঃ ছাদেকুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রফেসর মোহা. আতাউল হক খান চৌধুরী, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ আব্দুর রহিম, জেলা গ্রীন ভিলেজ ফাউন্ডেশন সভাপতি মোঃ রশিদ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।