জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডাকনিরপাট মন্নেয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে সকালে ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট মন্নেয়ারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কুরানীপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে কপিল উদ্দিন (২৯), শুকুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), কালীগঞ্জ গুচ্ছগ্রামের মোজাহার আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) ও কালীগঞ্জ বামনেরভিটা গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুল মালেক (৫০)।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) পলাশ মন্ডল জানান, ভোর সাড়ে ৫ টার দিকে ডাকনিরপাট মন্নেয়ারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত মিশুক ও মোটরসাইকেলে করে গাঁজা নিয়ে যাচ্ছিল চার মাদক ব্যবসায়ী।
এ অবস্থায় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে মোটরসাইকেল ও চারটি পোটলায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।