এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের চিলমারীতে ১৩ দিনের শিশু সন্তানকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল থানা পুলিশ।
জানাগেছে ৩০ জুলাই শুক্রবার দুপুর ১ ঘটিকার সময় উপজেলার ফকিরেরহাট গ্রামের মোঃ নুর আলমের কন্যা আলিফা বেগম চিলমারী থানায় এসে অভিযোগ করেন যে, তার স্বামী মোঃ শাহীন মিয়া ২৯ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় শ্বশুরবাড়িতে সন্তানকে দেখতে এসে পারিবারিক বিরোধের জের ধরে গতকাল রাত অনুমান ১১.৩০ ঘটিকায় ১৩ দিনের দুধের বাচ্চাকে নিয়ে কাউকে না জানিয়ে চলে যায় । অতঃপর শিশু বাচ্চাটির মা স্থানীয় জনপ্রতিনিধি সহ ব্যক্তিগত ভাবে সন্তানকে নেয়ার জন্য তার স্বামীর বাড়িতে যায়। কিন্তু কোথাও কারো সাহয্য না পেয়ে শেষ ভরসা স্থল হিসেবে চিলমারী থানায় অভিযোগ দিলে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে এস,আই মিতু আহম্মেদ সংগীয় ফোর্স ও মহিলা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ১৩ দিনের কন্যা শিশু সন্তান তাবাচ্ছুম সিনহাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে।