এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২০ জুলাই বুধবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বাতিকগ্রস্ত ধৃষ্টতা ও স্পার্ধপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বাতিকগ্রস্ত ধৃষ্টতা ও স্পার্ধপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল, এনামুল হক এনা, নুরুল আমিন কিরনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।