এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের তিন বারের সফল ও বর্তমান চেয়ারম্যান আনারস মার্কার প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমানের নির্বাচনী প্রচারনায় বাধা, কর্মী সমর্থকদের উপর হামলা, মারপিট ও মটরসাইকেল ভাংচুরের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত।
২৩ নভেম্বর মঙ্গলবার নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে স্বতন্র চেয়ারম্যান প্রার্থী তার বক্তব্যে উপস্হিত সংবাদকর্মীদের জানান, গতকাল সোমবার আনারস প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচারনা চালানোর সময় তার কর্মীদের উপর অতর্কিত হামলা পুর্বক ব্যাপক মারধর ও ১০-১২টি মোটর সাইকেল ভাংচুর করা হয়।আহতদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন এবং তিনজন কর্মী গুরত্বর অসুস্হ হলে বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তিনি বলেন,নৌকা প্রতিকের পক্ষে ৩০-৩৫ জন দেশীও অস্র ও লাঠিসোটা নিয়ে এ হামলা চালায়। সেই সাথে তার প্রতি সর্বাত্মক সমর্থন রয়েছে সাধারন ভোটার এমনকি বাড়ী-বাড়ী গিয়ে নারী ভোটারদের ভয়ভীতি দেখানো সহ তার কর্মীদের প্রচারনা না চালাতে অব্যাহত নানা হুমকি দেখানো হচ্ছে। যা অনাকাঙ্ক্ষিত বটে কেননা বিগত কোনো নির্বাচনে এ জাতীয় ঘটনার কোনো নজীর ছিলোনা।
তিনি এ ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুষ্ঠ নির্বাচনের ঘোষনা অনুযায়ী আসছে নির্বাচন সুষ্ঠ হবে বলে তিনি গভীর আশাবাদি। তিনি নির্বাচনী অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত পুর্বক দ্রুত আইনের আওতায় আনতে উচ্চমহলের সু-নজর কামনায় সংশ্লিষ্ট রিটার্নিক কর্মকর্তা ও সদর থানায় অভিযোগ দায়ের করেন।ইতিমধ্যে অভিযোগের আলোকে রিটার্নিক কর্মকর্তা সদর উপজেলা মাধ্যমিক অফিসার মোঃজহরুল হক ও সদর থানার চৌকস অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার এর নের্তৃত্বে সঙ্গীয় পুলিশি দল ঘটনাস্হল পরিদর্শন পুর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্হা নেয়ার আশ্বাস প্রদান ও এবং শতভাগ সুষ্ঠ নির্বাচন করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।