জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ–
১৪ জুলাই বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয় তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দূপুরে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য, (সদস্য জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি) ও সদস্য সচিব জেলা জাতীয় পার্টি কুড়িগ্রাম শাখা আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ
ও সদস্য সচিব জেলা জাতীয় পার্টি কুড়িগ্রাম শাখা।
অপর দিকে ফুলবাড়ীতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দুপুরে দারুস সালাম মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া শেষে খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান,যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, মোস্তাক আহমেদ সহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply