জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৫ আগস্ট সোমবার কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করন ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকালে কুড়িগ্রাম
স্বাধীনতা বিজয় স্তম্ভে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পন করেন। এছাড়াও মর্যাদায় উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।