এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২১ ফেব্রুয়ারী সোমবার মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রসাসক মোহাম্মদ রেজাউল করিম এরপর পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব মিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেন।