এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম- সারা দেশের ন্যায় মা ইলিশ রক্ষায় পুলিশ অভিযান চালিয়ে কুড়িগ্রামের রাজিবপুর থানা পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা সহ কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদীতে সরকার ঘোষিত মা ইলিশ রক্ষার জন্যে বিশেষ অভিযান পরিচালনা করা কালীন সময়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে উপজেলা মৎস্য কর্মকর্তা জনসাধারণের সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন।
অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুড়িগ্রাম ।