জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কৃষি বান্ধব সরকারের কৃষি প্রনোদনা কৃষকের মাঝে বিনামুল্যে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে বিনামূল্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ধানের চারা রোপণের ডিজিটাল মেশিন পেলেন সেকেন্দার আলী।
২২ জুন সোমবার কুড়িগ্রামের খামার বাড়িতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কৃষক সেকেন্দার আলীর হাতে উপহারটি তুলে দেন কুড়িগ্রাম খামার বাড়ির উপ-পরিচালক মো:মঞ্জুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার দিপু রায়সহ কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষক বৃন্দ। প্রধানমন্ত্রীর উপহার ধানের চারা রোপণের ডিজিটাল মেশিন পেয়ে খুশি হয়েছেন বলে জানিয়েছেন কৃষক সেকেন্দার আলী ।