এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম: -স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকার শতাধিক কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ আগষ্ট রবিবার সকালে কুড়িগ্রাম জেলার দই খাওয়ার চর, কেদার, ধলডাঙ্গা, ময়দান ও মাদারগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সমগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবণ, চিনি ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় পণ্য।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিজিবির উদ্যোগে সারা দেশে ত্রাণ সামগ্রী বিতরণ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।