এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কোরবানির মাংস ফ্রিজে রাখা কে কেন্দ্র করে দুই ভাইয়ের কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর এলাকার হামিদপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে,জলিল,খলিল ও নইমুদ্দিন তিন ভাই।কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে জলিল ও খলিলের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। গতকাল রাতে তাদের বড় ভাই নইমুদ্দিনের সাথে বাড়ির পাশ্ববর্তী দোকানে দেখা হয় জলিলের। এসময় তিনি বড় ভাই নইমুদ্দিনকে গালমন্দ করে এবং ঘুষি মারলে নইমুদ্দিন দোকানের সামনে থাকা সিমেন্টের ব্রেঞ্চের উপর পরে গিয়ে মাথায় আঘাত পান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এসময় স্থানীয়রা জলিলকে আটক করে পুলিশকে খবর দেয় রৌমারী থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
তুচ্ছ ঘটনায় ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাসির বিল্লাহ জানান, বিষয়টি খুব দুঃখজনক। ওই ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।
Leave a Reply