জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- ৬ জুলাই মঙ্গলবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুৎ অফিসের ভূয়া সিল ব্যবহার করে ৬৯ জন গ্রাহকের বিদ্যুৎ বিলের অর্থ প্রতারণা করে হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে মিলন ইসলাম নামের ১৯ বছরের এক যুবকের বিরুদ্ধে। প্রতারণার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগের প্রেক্ষিতে মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতারক মিলন উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুনছের আলীর ছেলে।
জানা গেছে, মিলন ইসলাম উপজেলার গছিডাঙ্গা গ্রামের পল্লী বিদ্যুৎ ৬৯ জন গ্রাহকের নিকট থেকে বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয় দিয়ে গ্রাহকদের বাড়িতে গিয়ে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতো। বিল আদায়ের সময় ভূয়া সিল ব্যবহার করে ১২ হাজার ৩৯০ টাকা হাতিয়ে নেয়। গ্রাহকরা ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের বিলের টাকা অফিসে জমা হয়নি। এ ঘটনা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কাওছার আলীকে জানালে তিনি ঘটনার সত্যতা পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মিলন ইসলামকে গ্রেফতার করে তার নামে নিয়মিত মামলা দায়ের করেন। এ বিষয়ে ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কাওছার আলী বলেন, গ্রাহকরা বিষয়টি আমাকে জানালে আমি দ্রুত ঘটনার সত্যতা যাচাই করে থানা পুলিশকে অবগত করি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন জানান গ্রেফতারকৃত মিলন ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।