এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের চিলমারীতে নয় মামলার আসামি বিখ্যাত চোর কামরুজ্জামান সজাগ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ আগস্ট শনিবার ভোরে চিলমারী থানা পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা গ্রামে প্রামাণিক পাড়ার বাড়িতে অভিযান চালিয়ে ৯মামলার আসামি কুখ্যাত চোর মোঃ কামরুজ্জামান সজাগ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। কুখ্যাত ওই চোরের পিতা নাম মোঃ সেকেন্দার আলী । চিলমারী থানায় তার নামে ২টি মাদক মামলা,২টি চাঁদাবাজী মামলা, ২টি চুরি মামলা, ২টি অন্যান্য মামলা ও উলিপুর থানায় ১টি চুরি মামলা সহ সর্বমোট- ০৯ টি মামলা রয়েছে। নিশ্চিত করেছে চিলমারী থানা পুলিশ।