এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-অবশেষে পুলিশের তৎপরতায় ৭দিন পর আটক হল দুই ধর্মের যুগল প্রেমিক প্রেমিকা, শ্রী গোবিন্দ বিশ্বাস (১৭) এবং কিশোরী মোছাঃ আনিকা খাতুন (১৪)। কিশোর গোবিন্দ বিশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের শ্রী বকুল চন্দ্র বিশ্বাসের ছেলে এবং কিশোরী আনিকা খাতুন একই গ্রামের আনিছুর রহমানের কিশোরী কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, তাদের দু’জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। সে প্রেমের টানে গত ১৫ আগস্ট প্রেমিক গোবিন্দ ও প্রেমিকা আনিকা বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
গত ১৮ আগস্ট কিশোরীর পিতা গোবিন্দের বিরুদ্ধে কচাকাটা থানায় একটি অপহরন মামলা দায়ের করলে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে কুড়িগ্রাম থেকে কিশোরীকে উদ্ধার ও অপহরনকারী গোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কচাকাটা থানা ওসি (তদন্ত) কামাল হোসেন জানান,আসামিকে গ্রেফতারের পর জেল হাজতে এবং উদ্ধারকৃত মেয়েটিকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply