এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ৭জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
৯ই আগস্ট সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার সভাপতিত্বে মাসিক কল্যান সভা, আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে অবসরপ্রাপ্ত ৬ জন পুলিশ সদস্যকে ফুলের শুভেচ্ছা, সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন কুড়িগ্রাম পুলিশ সুপার। তিনি বলেন , সার্বক্ষণিক জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপ পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ পরিদর্শক নিরস্ত্র সিআইডি, কুড়িগ্রামের সকল থানা/ইউনিটের ইনচার্জগন।
পুরস্কার প্রাপ্তরা হলেনঃ-শ্রেষ্ঠ সার্কেল অফিসারঃ-
জনাব মোঃ সুমন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল,কুড়িগ্রাম। শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জঃ-
মোঃ মোন্তাছের বিল্লাহ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অফিসার ইনচার্জ রৌমারী থানা। শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসারঃ- মোঃ সহিজল হক এস আই (নিরস্ত্র), নাগেশ্বরী থানা। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসারঃ- মোঃ মমিনুল ইসলাম সার্জেন্ট ট্রাফিক, কুড়িগ্রাম সদর। শ্রেষ্ঠ এসআইঃ- মোঃ জাহিদ হাসান এস আই (নিরস্ত্র) কুড়িগ্রাম থানা ।
প্রাচীন গোমূর্তি উদ্ধারের জন্য বিশেষ পুরষ্কারঃ- মোঃ আনোয়ারুল ইসলাম এস আই (নিরস্ত্র) নাগেশ্বরী থানা।
শ্রেষ্ঠ এ এস আই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসারঃ-
মোঃ আনছার আলী এ এস আই (নিরস্ত্র) ফুলবাড়ী থানা।
Leave a Reply