এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন পুলিশ সুপার।
শনিবার সকালে পুলিশ লাইন হলরুমে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত এপ্রিল/মে ২০২১খ্রীঃ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
পুরস্কার প্রাপ্তরা হলেন: শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসান,সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল সুমন রেজা, পরপর তিনবার শ্রেষ্ঠ ওসি ইমতিয়াজ কবির, অফিসার ইনচার্জ উলিপুর থানা, রওশন কবীর, অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা, সরকার ইফতেখারুল মোকাদ্দেম, অফিসার ইনচার্জ ঢুষমারা থানা, আনোয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ চিলমারী মডেল থানা, গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক তদন্ত সদর থানা, আব্দুর রাজ্জাক,এসআই নাগেশ্বরী থানা, মোস্তফা আনোয়ার আহম্মেদ,টিএসআই সদর ট্রাফিক, জিয়াউর রহমান,এসআই সদর থানা, আনিছুর রহমান, এসআই উলিপুর থানা, সোহাগ পারভেজ, এএসআই উলিপুর থানা, জুনেব খাঁন,এএসআই রৌমারী থানা, রাশেদুজ্জামান, জেলা গোয়েন্দা শাখা, সুভাষ চন্দ্র সরকার, রিডার সহকারী পুলিশ অফিস কুড়িগ্রাম।