এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:– কুড়িগ্রামের বহুল আলোচিত চিকিৎসার অর্থ জোগাতে ভাঙ্গা হাতে প্লাস্টার নিয়ে মাস্ক বিক্রি করা দশ বছর বয়সী সেই নুরনবীর হাতের প্লাস্টার খুলে দেয়া হয়েছে। হাতের চামড়া ফেটে হাড় বেরিয়ে যাওয়ার ফলে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল তা শুকিয়ে গেছে। হাতের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পেতে তাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছেন চিকিৎসক। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নুরনবীর হাতের প্লাস্টার খুলে দেন মেডিকেল অফিসার ডা. ইকবাল হাসান। যিনি নুরনবীর হাতে প্লাস্টার করেছিলেন। তাঁর তত্ত্বাবধানেই নুরনবী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। পিতৃহীন নুরনবীর চিকিৎসা সুবিধার্থে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছিল। এদিন নুরনবীকে ঈদের পোশাক কেনার জন্য কিছু টাকা উপহার পাঠিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ও ডা.ইকবাল হাসানের উপস্থিতিতে উপহারের টাকা নুরনবীর নানীর হাতে তুলে দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়।