এশিয়ান ডেস্কঃ
কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য ভারতীয় সেনার। সেনা এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে কুপওয়ারায় নিহত হল ২ জেহাদি। তবে উদ্বেগের বিষয় হল, মৃত ২ জঙ্গির ডেরায় সন্ধান মিলল বড়সড় অস্ত্রভান্ডারের। উপত্যকা জুড়ে নাশকতার ছকে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি চলছিল ওই জেহাদি ডেরায়। সেনা সূত্রে প্রকাশ, শুক্রবার (৪ অক্টোবর ) রাতে কুপওয়ারার গুগলাধার এলাকায় জঙ্গি কার্যকলাপের খবর মেলে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথবাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। আচমকা সেনার উপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলিতে ২ জেহাদিকে নিহত করে যৌথবাহিনী। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা সেনার। এখনও যৌথবাহিনীর অপারেশন চলছে। সেনা সূত্রে প্রকাশ, জঙ্গিদের ডেরায় একটি অস্ত্র ভান্ডারের সন্ধান পাওয়া গিয়েছে। যা রীতিমতো আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। সেনা আধিকারিকরা মনে করছেন, ওই ডেরা থেকেই নাশকতার ছক কষা হচ্ছে। কাশ্মীরে সদ্য বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ভোটপ্রক্রিয়া চলাকালীন বড় কোনও নাশকতার ঘটনা না ঘটলেও, সামনে ভোটগণনা। তার আগে এই অস্ত্রভান্ডারের সন্ধান চিন্তা বাড়াচ্ছে নিরাপত্তারক্ষীদের।