এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন শাখা আয়োজিত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত।
১৪ জুলাই বুধবার বাদ যোহর কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এইচএম এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির আহ্বায়ক জনাব নূর হোসেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সদস্য সচিব জনাব মোস্তাক আহমেদ মাস্টারসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।