সমুজ আহমদ সায়মন স্টাফ রিপোর্টার: আগামীকাল (২২শে ডিসেম্বর) মঙ্গলবার বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ে আসছেন, সিলেট -২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য, গনফোরামের প্রেসিডিয়াম সদস্য, আলহাজ্ব মোকাব্বির খাঁন (এম পি)।
সকাল ১১ টায় স্থানীয় খাজাঞ্চি একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলে বিদ্যালয় কতৃপক্ষ জানিয়েছেন।