রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে ছুরিকাঘাতে পুলিশের দুই এএসআইসহ চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রংপুর মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কালীগঞ্জ থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিপুর-কাকিনা সড়কের সিরাজুল মার্কেট এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালায়।
এ সময় ঢাকা মেট্রো জি-১১-৫১১২ নম্বরের একটি প্রাইভেটকার কাকিনা থেকে রংপুর যাচ্ছিল।
পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি করলে চালক ও তার এক সহযোগী প্রাইভেটকার থেকে নেমে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে।
এ সময় তাদের ছুরিকাঘাত করা হয় বলে জানান কালীগঞ্জ থানার এএসআই শাহজাহান ও এএসআই মোঃ মমতাজ আহত হন।
স্থানীয়রা পুলিশকে সাহায্য করতে ঘটনাস্থলে গেলে চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও একটি বিদেশি ছুরি উদ্ধার করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।