মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলের কালিয়া থানা পুলিশ ১টি দেশীয় অস্ত্র (পাইপগান) সহ ২ জনকে গ্রেফতার করেছেন।
মঙ্গলবার (১০ আগষ্ট) গভীর রাতে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের ভোমবাগ গ্রাম থেকে পাইপগানসহ দুই যুবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ভোমবাগ গ্রামের মো.জাহের বিশ্বাসের ছেলে মো. শিমুল হোসেন(২৫) এবং একই গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে মো.বিপুল হোসেন(২৭)।
কালিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান,গোপন সংবাদ পেয়ে কালিয়া থানার ওসি শেখ কনি মিয়াসহ অন্যান্য ফোর্স নিয়ে রাত আড়াইটার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে হাতিয়ারসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।