জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানায় মো. লেকবার সরদার(২৫)নামে এক যুবককে ২৪ কেজি গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা কর্মকর্তারা।
সোমবার (২৬ ফেরুয়ারী) সকালে উপজেলার নড়াগাতি থানা এলাকার পাখিমারা পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক লেকবার সরদার নড়াগাতি থানার পাখিমারা পশ্চিম পাড়ার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা কাযার্লয়ে ভারপ্রাপ্ত সহকারি পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কাযার্লয়ের একটি দল কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন পাখিমারা পশ্চিম পাড়ার মো. লেকবার সরদারের বাড়িতে অভিযান চালায়।এসময় তাঁর নিজ কক্ষের খাটের নীচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ১২ টি প্যাকেটে ২ কেজি করে মোট ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এর বাজার মুল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
এ ঘটনায় নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।