সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় করোনা সংক্রমন রোধে কালাই পৌর এলাকায় দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৮ জুন) বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে জয়পুরহাট সদর পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা এলাকায় গত ৭ জুন থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। আজ (১৮ জুন) থেকে কালাই পৌরসভা এলাকায় বিধিনিষেধ জারি করা হলো।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৌরসভা এলাকায় বিকাল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত দোকান-পাটসহ বাস চলাচল বন্ধ থাকবে। তবে ঔষধ ও খাবারের দোকান গুলো খোলা থাকবে এবং দূরপাল্লার বাস চলাচল করবে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭৩ জনের নমুনার অ্যান্টিজেন পরিক্ষায় ৩৫ জন শনাক্ত হয়েছে।
এছাড়া জেলা সিভিল সার্জন ডা, ওয়াজেদ আলী জানান, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে মোট ১০৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন।