সুহেল আহমদঃ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ এর ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ২টি আরসিসি রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান গত ৬ জুন বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।
এডিপি/ উপজেলা উন্নয়ন তহবিল ২০২৩-২০২৪ এর আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে সাবেক এডিপি রাস্তার মুখ হতে নৈইরপুতা হযরত হানিফ শাহ মাজার পর্যন্ত আরসিসি রাস্তা এবং সাধারণ গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ টি.আর কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নৈইরপুতা এডিবি রাস্তার মুখ হতে রমজান মিয়ার বাড়ী পর্যন্ত আরসিসি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
২টি আরসিসি রাস্তা উন্নয়ন কাজের পৃথক পৃথক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও প্রকল্প চেয়ারম্যান শাহিন আহমদ, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জেবা আক্তার, রাইসুল হক, মোঃ মুরছালিন, মোঃ আক্তার মিয়া, ইলিয়াস হোসেন, মকদ্দস আলী, শাবাজ আহমদ, ফরিদ মিয়া, আকদ্দস আহমদ শাওন, মোঃ জাবেদ আহমদ, জমশিদ আলী, মোঃ আওলাদ হোসেন, মানিক মিয়া, শিশু মিয়া, আনোয়ার হোসেন, ছাইদ আলী, আশিকুর রহমান, মনাই মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।
পৃথক পৃথক অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা এনাম উদ্দিন ও মাওলানা হাসান আহমদ।
উল্লেখ, পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো সিলেট-১ আসনের এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন ও সিলেট সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ। তাঁদের ব্যস্ততার জন্য উপস্থিত থাকতে পারেননি।