এশিয়ান এক্সপ্রেস ডেস্কঃ
আসামের কাছাড় জেলার সোনাই পূর্বাঞ্চল মধুরবন্দি গ্রামে শুধু কান্নার রোল। ৫ জনের মৃতদেহ বন্যার জল থেকে তোলা হল। নৌকাডুবি ঘটনায় আরও ৩ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার (৪ জুন) সকালে। এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হয় ৩ জনের মৃতদেহ। তাঁরা হলেন, হাসান উদ্দিন (৩০), আমির উদ্দিন মজুমদার (৬০) ও তৈয়ীবুর রহমান (২৫)। এ পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছেন আরিফ আহমদ (২৫)। জানা যায়, এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় সোমবার (৩ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে। এদিন ১০ জন যাত্রী নিয়ে মধুরবন্দি গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে আসছিল একটি নৌকা। মাঝখানে পৌঁছার পর বৃষ্টি ও বাতাস শুরু হয়। সে সময় তাঁরা নৌকাটি রাস্তার উপর রাখতে চাইলেও পারেননি। বাতাসে নৌকাটি ডুবে যায়। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।