আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার্স ঃ সাতক্ষীরা জেলার, কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মীর খায়রুল কবির।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
এর আগে তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালির বাওফল উপজেলায়।
এদিকে, নবাগত অফিসার ইনচার্জ যোগদান করায়, কলারোয়া থানার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পালসহ থানার অন্যান্য অফিসার এবং ফোর্স তাঁকে স্বাগতম জানান।
নবাগত ওসি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য, এলাকার শান্তিপ্রিয় সুনাগরিকদের একান্ত সহযোগিতা কামনা করেছেন।
মীর খায়রুল কবির বিদায়ী ওসি শেখ মুনীর-উল-গীয়াসের স্থলাভিষিক্ত হলেন।