আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ কলারোয়া থানার সরসকাটি পুলিশ ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি ২০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সরসকাটি ক্যাম্প পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার ধানদিয়া বাজারের বেগম খালেদা জিয়া কলেজের সামনের রাস্তা হতে ২০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তি কলারোয়া উপজেলার নীলকন্ঠপুর গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে মোঃ নাসির সরদার (৫৮)।
পুলিশের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গাঁজা বাড়ীতে রয়েছে বলে আটক ব্যক্তি মোঃ নাসির সরদার পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়। সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ কে এম তৌফিক আহমেদ টিপু বলেন, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় পুলিশ কং মোঃ আনারুল হক,পুলিশ কং মোঃ জুলফিকার রহমান,পুলিশ কং, মোঃ রুবেল হোসেন, পুলিশ কং মোঃ খালিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে আটককৃত ব্যক্তির বাড়ি নীলকন্ঠপুর গ্রামে যায়।
এ সময় আটককৃত মোঃ নাসির সরদারের স্বীকারোক্তি ও দেখানো মতে তার নিজ বাড়ীর দক্ষিণ পাশে পরিত্যক্ত পলের স্তুপ থেকে আটককৃত ব্যক্তির নিজ হাতে বের করে মতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ১ কেজি গাঁজার একটি পোটলা জব্দ করে, এ বিষয়ে কলারোয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।