ডেস্কঃ
শনিবার (৮ ফেব্রুয়ারি ) গভীর রাতে কলকাতার নারকেলডাঙার রেল কোয়ার্টার বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। ভস্মীভূত ৫০ টির ও বেশি ঝুপড়ি। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১ প্রৌঢ়ের। স্থানীয়দের দাবি, মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। ঝুপড়ির মধ্যেই ছিলেন তিনি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হাবিবুল্লা ঝুপড়ি থেকে বেরতে পারেননি। মৃত হাবিবুল্লার ঘরের এলাকা ব্যারিকেড করে রেখেছে পুলিশ। নারকেলডাঙার রেল কোয়ার্টার বস্তির আগুনের খবর পেয়েই পৌঁছায় দমকল বাহিনী। ততক্ষণে দাউ দাউ করে জ্বলছে আগুন। মোট ১৬টি দমকলের ইঞ্জিন বস্তির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় রাত ২টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে রাতেই ঘটনাস্থলে যান এলাকার কাউন্সিলর। আগুন কিভাবে লাগল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। প্রাথমিক অনুমান, তবে এলাকায় প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল। সে সব থেকে দুর্ঘটনা ঘটেছে।