আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ (Second wave) মোকাবেলায়, জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে ০১ নভেম্বর ২০২০ হতে ০৫ জানুয়ারি ২০২১ পর্যন্ত পরিচালিত মোট ২৭৩ টি মোবাইল কোর্টের অভিযানে, ৬৯৬ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৬,৬৪,৭২০/-(ছয় লক্ষ চৌষট্টি হাজার সাতশত বিশ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি, ২০২০) পরিচালিত ৪ টি মোবাইল কোর্ট অভিযানে ২১ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ১১,১০০/- (এগারো হাজার একশত) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের সেল মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।