আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন খুলনা জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা মালেকা বেগম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
সূত্রে জানা গেছে, আজ আসরবাদ খুলনা জিলা স্কুল মাঠে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে; পরিবারের পক্ষ থেকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সকলকে জানাজায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আজ রাতেই ফরিদপুরের শিবচরে মালেকা বেগমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।