আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ করোনাকালীন মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত তথ্য অনুযায়ী সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ (Second wave) মোকাবেলায় জেলা ও উপজেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায়, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে সাতক্ষীরা জেলায় গত ০১ মার্চ ২০২০ হতে ০১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১৪১৩ টি মোবাইল কোর্টের অভিযানে ৩৫৮০টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৫৪,৩৪,৪৭৯/-(চুয়ান্ন লক্ষ চৌত্রিশ হাজার চারশত ঊনআঁশি) টাকা জরিমানা আদায় এবং এসময় ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ ০১ ডিসেম্বর ২০২০ ৫টি মোবাইল কোর্টের অভিযানে ১৯ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ১০,৭০০ (দশ হাজার সাতশত) টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনা গেছে।