এম এ কাদির চৌধুরী ফারহান বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ ফার্টিলাইজার রিটেইলার এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ভানুগাছ বাজারের মেসার্স রাফি স্টোরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রণয় পালের সভাপতিত্বে সাকিল আহমদ রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ব্যাপক আলাপ আলোচনা শেষে কমলগঞ্জ উপজেলার ফার্টিলাইজার রিটেইলার এসোসিয়েশনের ২১ সদস্য কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলনের ২য় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে মো: খায়রুল ইসলামকে সভাপতি ও আং মতিনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ ফার্টিলাইজার রিটেইলার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্যরা হলেন-সহ সভাপতি প্রণয় পাল, ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক সাকিল আহমদ রনি, রুহুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ আলী, কোষাধ্যক্ষ সৈয়দ সাইফুল আলী, প্রচার সম্পাদক মো: রেজাউল করিম, সহ প্রচার সম্পাদক মোয়াক্কির আহমদ ফটিক, নিয়াম উদ্দিন, কার্যকরী সদস্য-হাজী সিরাজ, সাঈদ আহমদ, লিয়াকত বক্স, হাজী মো: আব্দুল হাই, মো: হারুন মিয়া, দিপংকর নাথ দিপু, মো: হারুনুর রশীদ, মো: মুসা মিয়া, করিম মিয়া ও মিজান আহমদ।