সৈয়দ সাহেদুল ইসলাম:
কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি।। জেলা পুলিশ মৌলভীবাজারের আয়োজনে কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়ন বিট এর উদ্যোগে ১৭ অক্টোবর (শনিবার)সকাল ১০ টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি মাধবপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে ও কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক, মাধবপুর বিট অফিসার সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আসিদ আলী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের সচিব সমরেন্দ্র কুমার সিংহ, মহিলা সদস্যা সুফিয়া বেগম, সুমিত্রা বালা নুনিয়া, পারুল কোড়াইয়া,প্যানেল চেয়ারম্যান মোতাহির আলী, ইউপি সদস্য সাবিথ আলী, কৃষ্ণলাল দেশওয়ারা, আব্দুল আহাদ, রনজিৎ সিংহ, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খলিলুর রহমান, আওয়ামিলীগ নেতা তাজউল্লাহ, ভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিক ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
সমাবেশে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, যেকোনো অপরাধ দমনে পুলিশ সর্বদা মাঠ পর্যায়ে নিয়োজিত রয়েছে। তিনি আরো বলেন, বিট পুলিশের মোবাইল নাম্বার, থানার মোবাইল নাম্বার এবং ৯৯৯ আছে, কল দেওয়ার সাথেসাথেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসিদ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার জন্য। তিনি আরো বলেন, প্রতিটি অভিভাবককে সর্বদা নজর রাখতে হবে তাদের সন্তানদের উপর।
আরও বক্তব্য রাখেন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমি আক্তার, কমলগঞ্জ সরকারি কলেজের ছাত্রী বিজয়া সিনহা, যুবনেতা বিপ্লব সিংহ, এনজিও কর্মী রোজা আক্তার প্রমুখ।