সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
কবি রাহাত শামসে তাবরিজী এবং কবি মাহমুদ তালুকদারের শুভ জন্মদিন উপলক্ষ্যে অদ্য জয়পুরহাট সাহিত্য আকাশের পক্ষ থেকে সবুজের সমারোহ এবং মনোরম পরিবেশে অবস্থিত জয়পুরহাট সাহিত্য কানন মাছরাঙা গ্রন্থাগারে “কবিতা ভাবনা এবং মুক্ত আলোচনা” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম.নূরুন্নবী, শিক্ষাবিদ, চিন্তাবিদ ও লেখক, বিভাগীয় প্রধান ( অবসরপ্রাপ্ত) নটরডেম কলেজ, ঢাকা। সভাপতিত্ব করেন কবি আহমেদ মকবুল মুকুল, সভাপতি, জয়পুরহাট সাহিত্য আকাশ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বভাবকবি খাজা শামছুল ইসলাম বুলবুল ( সাহিত্য ভূষন), গল্পকার রওশন কবীর চৌধুরী, সভাপতি, তারুণ্য সাহিত্য সংসদ, উদ্যোক্তা দেওয়ান গোলাম মওলা, সভাপতি, মাছরাঙা গ্রন্থাগার, কবি মোঃ সাজ্জাদুর রহমান, আলমগীর সরদার, সভাপতি, ফাল্গুনী সংঘ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চারন করেন কবি মনছুর রহমান বাবু, সহ-সভাপতি জয়পুরহাট সাহিত্য আকাশ। অত্র অনুষ্ঠানে কবিদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কবিতা পাঠ, সাহিত্যে অবদানের জন্য বিভিন্ন সময় উপযুগী পদক্ষেপ গ্রহন সহ মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।