ফাতেমা খানম নড়াইলঃ
কবি বাঙ্গাল আবু সঈদ স্মরণে নড়াইলে লিনব্যাপি কবি উৎসবে কবিতা পাঠ, সংগীত প্রতিযোগিতা,আলোচনা সভা এবং সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে নড়াইল জেলা কবি বাঙ্গাল আবু সঈদ স্মৃতি রক্ষা কমিটি।
মঙ্গলবার সকাল দশটায় শিল্পকলা একাডেমী হলরুমে প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রবন্ধকার, কবি কামরুল হাসান, অধ্যাপক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা।
বিকালে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন প্রবন্ধকার কবি অধ্যাপক কামরুল হাসান, বিশেষ আতিথির বক্তব্য রাখেন কবি কন্যা মেরিনা সঈদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কবি বাঙ্গাল আবু সঈদ স্মৃতি রক্ষা পরিষদ ঢাকা ,সম্পাদক ও প্রকাশক হার্বিক প্রকাশ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, এ্যাড. নজরুল ইসলাম,এ্যাড,সৈয়দ শরিফুল ইসলাম,স্মৃতি রক্ষা কমিটি নড়াইলের সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবিতা মাহবাবুর রহমান মিঠু এবং সঞ্চালনা করেন বিশিষ্ট সংগঠক পাচারের শিকার মানব উদ্ধার ও শিশুসুরক্ষা সংস্থার চেয়ারম্যান কবিতা সৈয়দ খায়রুল আলম।