জহুরুল হক মিলু, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধিঃ
কবি আতিয়ার রহমানের ৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (০৩ জুন) বিকেলে ডক্টর ওয়াহিদ পাঠাগারের হল রুমে এ জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া উপজেলার ডক্টর ওয়াহিদ‘ পাঠাগার এ উৎসবের আয়োজন করেন। উৎসবের অনুষ্ঠান সূচির মধ্যে ছিল আলোচনা সভা ও কেককাটা। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্য প্রত্যাশার প্রকাশক সম্পাদক কবি দুখু হুমায়ুন। এতে সভাপতিত্ব করেন ডক্টর ওয়াহিদ পাঠাগারের সভাপতি ওয়াহিদ মোহাম্মদ।
এতে বক্তব্য দেন কামনা শিশু সেন্টারের প্রতিষ্ঠাতা কবি কামনা ইসলাম, কথামালা সাহিত্য সংঘের সভাপতি অধ্যাপক বেলাল সানী , নাট্য -পালাকার ও কবি ননী গোপাল চক্রবর্তী , নাটক ও যাত্রাভীনেতা আনিসুর রহমান কামাল, শিক্ষক রেজাউল ইসলাম , শিক্ষক ও কবি টিপু সুলতান , শিক্ষক ও কবি হেনা পারভীন প্রমূখ।
জন্মোৎসব অনুষ্টানের মধ্যমণি কবি আতিয়ার রহমান তাঁর সাহিত্যচর্চ্চা বিষয়ের ওপর লোহাগড়া লেখক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক শিক্ষক, কবি অরবিন্দ আচার্যের (সদ্য প্রয়াত) লেখা ও পত্রিকায় প্রকাশিত সাহিত্য – নিবন্ধ ” নড়ালের কবি আতিয়ার রহমান ” পাঠ করে শোনান ।
উল্লেখ্য , কবি আতিয়ার রহমান কে৷ ডঃওয়াহিদ পাঠাগারের পক্ষ থেকে’ আজীবন সম্মাননা পদক ‘ প্রদান করা হয়। পরিশেষে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কেক কাটা ও আপ্যায়ন মাধ্যমে সভাপতি জন্মোৎসবের সমাপ্তি ঘোষনা দেন।