এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের রাজারহাটে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ঔষধ ফার্মেসীতে মাদক ব্যবসায় হেরোইন, ইয়াবাসহ ২ জন কে আটক করেছে ।
গতকাল বৃহস্পতিবার রাজারহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার সদর ইউনিয়নের দুধ খাওয়া গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৪০) এর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির রান্না ঘরে ২৫ পিস ইয়াবা, ১.৫০ গ্রাম হেরোইন, ০৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২,৫০০ টাকা মাদক সেবনের সরঞ্জামাদি সহ (১)আব্দুল কুদ্দুস (৪০), ও (২) মোঃ রুবেল মিয়া (২৫) কে আটক করেছে। পুলিশ জানায় ঐ মাদক ব্যবসায়ীর বাড়ি সংলগ্ন নিজস্ব ঔষধের ফার্মেসীতে ঔষধ বিক্রির আড়ালে মাদক বিক্রি করে আসছে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।